ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন ৩৪ বিচারক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন ৩৪ বিচারক

ঢাকা: অধস্তন আদালতের ৩৪ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভারতের ভূপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়েছে। মনোনীত এসব কর্মকর্তার প্রয়োজনীয় তথ্য চেয়েছেন সুপ্রিম কোর্ট।  

১ম ব্যাচে প্রশিক্ষণ নিতে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।
 
বিচার বিভ‍াগীয় এসব কর্মকর্তা আগামী ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত  প্রশিক্ষণ নেবেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে ভূপাল জেলা আদালত ও কারাগারও পরিদর্শন করবেন।
 
গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সামর্থ্য বাড়াতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ও ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
 
ওই সমঝোতা স্মারক স্বাক্ষরের পর গত ২৯ জুলাই এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘পৃথিবীর প্রত্যেকটি দেশে উচ্চ আদালতের বিচারকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আছে। ভারতের প্রত্যেকটি রাজ্যে জুডিশিয়ারি ট্রেনিং ইনস্টিটিউট আছে। ভূপালে তাদের জাতীয় জুডিশিয়ারি একাডেমি আছে। সেখানে আমাদের ১৫-১৬০০ বিচারককে প্রশিক্ষণে পাঠাতে চুক্তিবদ্ধ হয়েছি’।
 
এর অংশ হিসেবে প্রথম ব্যাচে ৩৪ কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে প্রথম ব্যাচে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়তে পারে।
 
মনোনীত বিচারকরা হলেন- ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মনিরুজ্জামান, চট্টগ্রামের সিনিয়র সহকারী জজ ফরিদা ইয়াসমিন, কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার সুমি, সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন, চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
 
চাঁদপুরের সিনিয়র সহকারী জজ সানজিদা আফরীন দীবা, লালমনিরহাটের সিনিয়র সহকারী জজ সাদেকীন হাবিব বাপ্পী, লালমনিরহাটের জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম, সিরাজগঞ্জের সিনিয়র সহকারী জজ মো. তোফাজ্জল হোসেন।
 
সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ মাহমুদ, নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী জজ শিউলী রানী দাস, মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান, যশোরের সিনিয়র সহকারী জজ তরুন বাছাড়, কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এম মোর্শেদ।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী জজ কে এম মহিউদ্দীন, খুলনার সিনিয়র সহকারী জজ স্নিগ্ধা রানী চক্রবর্তী, চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র সহকারী জজ নাদিরা সুলতানা, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম, বগুড়ার সিনিয়র সহকারী জজ কৌশিক আহাম্মদ খোন্দকার, ফেনীর সিনিয়র সহকারী জজ রাজিয়া সুলতানা, ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম, ঢাকার সিনিয়র সহকারী জজ দেবদাস চন্দ্র অধিকারী, পিরোজপুরের সিনিয়র সহকারী জজ সালমা আক্তার, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রণব কুমার হুই।
 
ঝালকাঠির সিনিয়র সহকারী জজ মো.এনায়েত উল্লাহ, সিলেটের সিনিয়র সহকারী জজ শ্যাম কান্ত সিনহা, নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী জজ মো. নিয়াজ মাহমুদ, জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিষ্কৃতি হাগিদক, রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহম্মদ মোহসেন, দিনাজপুরের সিনিয়র সহকারী জজ শিশির কুমার বসু, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুশান্ত প্রসাদ চাকমা, চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকার সহকারী জজ আফরিন আহমেদ হ্যাপী ও বান্দরবনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।