ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

ঢাকা: বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির জন্য লিখিত পরীক্ষা আগামী ০৭ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক সংশোধিত নোটিশে এ তথ্য জানান বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আনিসুর রহমান।
 
নোটিশে বলা হয়, অনিবার্য কারণে ২৭ আগস্টের জারি করা নোটিশ সংশোধন করে ৭ তারিখের বদলে ১৪ অক্টোবর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে ২১ জুলাই অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তারাই এ লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।
 
২১ জুলাই অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় প্রায় ৩৪ হাজার ২শ জন অংশ নেন। উত্তীর্ণ হন মোট ১১ হাজার ৮শ ৪৬ জন।
 
এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া যাবে।  
 
লিখিত পরীক্ষায় মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস, খাতা নোটবুক ইত্যাদি নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।   

লিখিত পরীক্ষায় পাসের পর মৌখিকে অংশ নিতে হবে। মৌখিকে পাস করলে আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখন সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করা সম্ভব।
 
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
ইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।