ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট খুলছে মঙ্গলবার, ৪৮ বেঞ্চ পুনর্গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
সুপ্রিম কোর্ট খুলছে মঙ্গলবার, ৪৮ বেঞ্চ পুনর্গঠন

ঢাকা: দীর্ঘ ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে মঙ্গলবার (০৩ অক্টোবর)। এর আগের দিন সোমবার (০২ অক্টোবর) হাইকোর্ট বিভাগের ৪৮টি বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে।

এসব বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
 
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্গঠিত বেঞ্চগুলো মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিচারকার্য শুরু করবেন।


 
৪৮টি হাইকোর্ট বেঞ্চের মধ্যে ৩৪টি দ্বৈত বেঞ্চ, একটি বৃহত্তর বেঞ্চ এবং বাকি ১৩টি একক বেঞ্চ।

গত ২৭ আগস্ট থেকে ০২ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকারের ঘোষিত ছুটি এবং সুপ্রিম কোর্টের অবকাশ ছিলো।

পুনর্গঠিত বেঞ্চের তালিকা

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।