ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নাশকতা মামলায় শিমুল বিশ্বাসসহ ২৩ জনের বিরুদ্ধে পরোয়ানা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
নাশকতা মামলায় শিমুল বিশ্বাসসহ ২৩ জনের বিরুদ্ধে পরোয়ানা 

ঢাকা: নাশকতার ঘটনায় রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের হওয়া দুই মামলায় বিএনপি নেতা মারফ কামাল খান, শিমুল বিশ্বাসসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার অভিযোগপত্র আমলে নিয়ে সোমবার (০৯ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।  

গ্রেফতারি পরোয়ানা জারি করাদের মধ্যে আজিজুল বারী হেলালও রয়েছেন।

মামলার মোট আসামি ৪১ জন। অপর ১৮ জন অর্থাৎ বিএনপি নেতা আমান উল্লাহ, হাবীব উন নবী খান সোহেল প্রমুখ জামিনে রয়েছেন।  

আগামী ১৯ নভেম্বর আসামিদের গ্রেফতার বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছে।  

এর আগে ২০১৫ সালের ১০ মার্চ হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর মিরপুর এলাকায় মামলা দু’টি মামলা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।