ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সৈয়দপুরে মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
সৈয়দপুরে মাদকসেবীর কারাদণ্ড

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে মিলন (২২) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (৯ অক্টোবর) সকালে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুল-উল ইসলাম এ রায় দেন।

সৈয়দপুর শহরের মিস্ত্রীপাড়া এলাকার ইয়াছিন আলীর ছেলে মিলন বাড়ির কাছে প্রকাশ্যে মাদক সেবন করছিল।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিদর্শক আল-আমিন তাকে হাতে নাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে বিচারক এ রায় দেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।