ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

প্রশিক্ষণ নিতে ভূপালে গেলেন ৪০ বিচারক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
প্রশিক্ষণ নিতে ভূপালে গেলেন ৪০ বিচারক প্রশিক্ষণ নিতে ভূপালে যাওয়া বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তারা।

ঢাকা: আইন বিষয়ক প্রশিক্ষণ ও সামর্থ্য বৃদ্ধির কর্মসূচিতে অংশ নিতে ভারতের ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে গেছেন দেশের অধস্তন আদালতের ৪০ জন বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তা।

১ম ব্যাচের এসব সিনিয়র সহকারী জজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তা সোমবার (০৯ অক্টোবর) ঢাকা ত্যাগ করেন।

তারা মঙ্গলবার (১০ অক্টোবর) থেকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের ‌‘বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ ও সামর্থ্য বৃদ্ধি’ শীর্ষক কর্মসূচিতে অংশ নেবেন।

আবাসিক এ প্রশিক্ষণ কর্মসূচি ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডিগড় রাজ্য জুডিশিয়াল একাডেমিতে চলবে। বিচারিক দক্ষতা, আদালত ও মামলা ব্যবস্থাপনা, আইনশাস্ত্র এবং ফৌজদারি, দেওয়ানি, মানবাধিকার, নারী-শিশু অধিকার, সম্পত্তি ও চুক্তিসহ বিভিন্ন ধরনের আইন সম্পর্কে প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণার্থীরা। পাশাপাশি ই-জুডিশিয়ারির নতুন ও উদীয়মান বিষয় এবং বিচার বিভাগীয় ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহারও প্রশিক্ষণের অন্তর্ভুক্ত।    প্রশিক্ষণের অংশ হিসেবে ভূপাল জেলা আদালত ও কারাগারও পরিদর্শন করবেন তারা।
 
গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ও ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে ‘বাংলাদেশি বিচার বিভাগীয় কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ ‍ও সামর্থ্য উন্নয়ন’ শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
 
সমঝোতা স্মারক অনুসারে দেশের ১ হাজার ৫০০ বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তা পর্যায়ক্রমে প্রতিবেশী দেশটির জাতীয় ও বিভিন্ন রাজ্য জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ ও সামর্থ্য বাড়ানোর কর্মসূচিতে অংশ নিতে যাবেন।

বিচারকদের মধ্যে রয়েছেন- ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মনিরুজ্জামান, চট্টগ্রামের সিনিয়র সহকারী জজ ফরিদা ইয়াসমিন, কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার সুমি, সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন, চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
 
চাঁদপুরের সিনিয়র সহকারী জজ সানজিদা আফরীন দীবা, লালমনিরহাটের সিনিয়র সহকারী জজ সাদেকীন হাবিব বাপ্পী, লালমনিরহাটের জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম, সিরাজগঞ্জের সিনিয়র সহকারী জজ মো. তোফাজ্জল হোসেন।
 
সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ মাহমুদ, নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী জজ শিউলী রানী দাস, মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান, যশোরের সিনিয়র সহকারী জজ তরুন বাছাড়, কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এম মোর্শেদ।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী জজ কে এম মহিউদ্দীন, খুলনার সিনিয়র সহকারী জজ স্নিগ্ধা রানী চক্রবর্তী, চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র সহকারী জজ নাদিরা সুলতানা, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম, বগুড়ার সিনিয়র সহকারী জজ কৌশিক আহাম্মদ খোন্দকার, ফেনীর সিনিয়র সহকারী জজ রাজিয়া সুলতানা, ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম, ঢাকার সিনিয়র সহকারী জজ দেবদাস চন্দ্র অধিকারী, পিরোজপুরের সিনিয়র সহকারী জজ সালমা আক্তার, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রণব কুমার হুই।
 
ঝালকাঠির সিনিয়র সহকারী জজ মো.এনায়েত উল্লাহ, সিলেটের সিনিয়র সহকারী জজ শ্যাম কান্ত সিনহা, নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী জজ মো. নিয়াজ মাহমুদ, জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিষ্কৃতি হাগিদক, রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহম্মদ মোহসেন, দিনাজপুরের সিনিয়র সহকারী জজ শিশির কুমার বসু, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুশান্ত প্রসাদ চাকমা, চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকার সহকারী জজ আফরিন আহমেদ হ্যাপী ও বান্দরবনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্তী এবং আরও কয়েকজন।

সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থাপনায় রয়েছে ভারতীয় টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটেক)।   আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ প্লেন ভাড়াসহ প্রশিক্ষণের সমস্ত ব্যয়ভার নির্বাহ করবে ভারত সরকার।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
কেজেড/ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।