ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ঢাকা বারে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবীদের সদস্য সংগ্রহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
ঢাকা বারে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবীদের সদস্য সংগ্রহ ঢাকা বারে আ'লীগ আইনজীবী পরিষদের সদস্য সংগ্রহ শুরু, ছবি: বাংলানিউজ

ঢাকা: এশিয়ার বৃহত্তম বার খ্যাত ঢাকা আইনজীবী সমিতিতে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে আদালত চত্বরে পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সদস্য সংগ্রহের উদ্বোধন করেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে আদালত চত্বরে পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সদস্য সংগ্রহের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এমপি, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী নজীব উল্লাহ হিরু, অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি, সানজিদা খাতুন এমপি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মমতাজ উদ্দিন মেহেদী প্রমুখ।

ঢাকা বারে আ'লীগ আইনজীবী পরিষদের সদস্য সংগ্রহ শুরু, ছবি: বাংলানিউজঅনুষ্ঠান সঞ্চালন করেন ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সংগ্রহের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকা আইনজীবী সমিতিতে এ কার্যক্রম শুরু হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে দেশের সব আইনজীবী সমিতিতে এ কার্যক্রম চলবে বলে জানান ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক এ কে এম আমিন উদ্দিন মানিক।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমআই/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।