ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

প্রিয়াংকা হত্যায় মামা রিন্টুর সাজা কমিয়ে যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
প্রিয়াংকা হত্যায় মামা রিন্টুর সাজা কমিয়ে যাবজ্জীবন সুপ্রিম কোর্ট

ঢাকা: কিশোরী সাদিয়া নওশীন প্রিয়াংকা হত্যার দায়ে নিহতের মামা জাহিদুল ইসলাম রিন্টুকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

রিন্টু পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিত্রা গ্রামের এনায়েত হোসেনের ছেলে। নিহত প্রিয়াংকা রাজধানীর বড় মগবাজার এলাকার ৫৩৬/১, পেয়ারাবাগের সুলতান ফারুকের মেয়ে ও ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্রী ছিল।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।

এ মামলার প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী ছিলেন না এবং আসামি দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। এসব বিবেচনায় হাইকোর্ট সর্বোচ্চ সাজা থেকে কমিয়ে রিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বলে জানিয়েছেন ড. মো. বশিরউল্লাহ।

২০১২ সালের ২৯ জানুয়ারি প্রিয়াংকাকে হত্যার দায়ে মামলাটির একমাত্র আসামি রিন্টুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন।

পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন রিন্টু।  

২০০৭ সালের ১৮ জুলাই নিজ কক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় প্রিয়াংকার মরদেহ পাওয়া যায়। প্রিয়াংকার সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঘটনার কিছুদিন আগে তার বাবা রিন্টুকে বাসা থেকে বের করে দিয়েছিলেন।

মামা জাহিদুল ইসলাম রিন্টু শ্বাসরোধে প্রিয়াংকাকে হত্যা করেছেন- এমন অভিযোগে নিহতের বাবা সুলতান ফারুক রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

মামলাটির তদন্ত করে সিআইডি’র পরিদর্শক মাগফুরুল ওয়াদুদ রিন্টুর বিরুদ্ধে ২০০৯ সালের ২৭ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।