ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বাগেরহাটে প্রতিবন্ধী দাদা হত্যার দায়ে নাতির মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
বাগেরহাটে প্রতিবন্ধী দাদা হত্যার দায়ে নাতির মৃত্যুদণ্ড

বাগেরহাট: বাগেরহাটে আব্দুল খালেক শেখ (৫৯) নামে শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে হত্যার দায়ে তার নাতী জাহিদ শেখকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।

নিহত আব্দুল খালেক শেখের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের দক্ষিণ সন্নাসী গ্রামে। জাহিদ শেখ তার সৎ ছেলে মোকাম্মেল শেখের ছেলে।

মামলার বিবরণের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বাগেরহাট জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি অ্যাডভোকেট সীতা রাণী দেবনাথ জানান, আব্দুল খালেক শেখ শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি প্রতিবন্ধী ভাতা পেতেন।  ভাতার টাকা তার সৎ নাতি জাহিদকে দিতে হতো। টাকা না দিতে চাইলে জাহিদ তাকে মারধর করতেন এবং মেরে ফেলার হুমকি দিতেন। ভাতার টাকা না দেয়ায় ২০১৪ সালে ৩১ মে সন্ধ্যায় বাড়িতে ধারালো দা দিয়ে কুপিয়ে আব্দুল খালেককে হত্যা করে পালিয়ে যান জাহিদ। পরদিন নিহতের নিজের ছেলে মো. আলী আকবর শেখ বাদী হয়ে জাহিদকে আসামি করে মামলা দায়ের করেন। এর তিনদিন পর পুলিশ ঢাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করে। জাহিদ তার দাদাকে হত্যার কথা স্বীকার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।  

রামপাল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. ইমারত আলী ওই বছরের ২০ আগস্ট জাহিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন। ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন আদালতের বিচারক।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।