ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

‘সব ধর্মের ভালো বিষয়গুলো প্রতিপালন করুন’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
‘সব ধর্মের ভালো বিষয়গুলো প্রতিপালন করুন’ বিজয়া পুর্নমিলনীর অতিথি ও আলোচকরা। ছবি: সুমন শেখ

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘ধর্মে কোনো হীনমন্যতার স্থান নেই। ধর্মের প্রবক্তারা সব সময় ভালো কথা বলেছেন। কিন্তু আমাদের মধ্যে অনেক সময় খারাপ উদ্দেশ্য ধর্মীয় চেতনাকে ছাপিয়ে খারাপের দিকে নিয়ে যায়। সে থেকে আমাদের মুক্ত থাকতে হবে’।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘বিজয়া পুর্নমিলনী’ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে বিজয়া পুনর্মিলনী পরিষদ-২০১৭।


 
মাহবুবে আলম বলেন, ‘আর্থিক ও অন্যান্য স্বার্থ ধর্মের অনুশাসনগুলো আমাদের ভুলিয়ে দেয়। অনেক সময় ক্ষুদ্রতর স্বার্থও আমাদের আচ্ছন্ন করে ফেলে। এসব থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, সেটিই সব ধর্মের সবচেয়ে বড় কথা’।
সব ধর্মের ভালো বিষয়গুলো তুলে ধরে সেগুলোকে প্রতিপালনের করার চেষ্টা করারও আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল।
 
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।   বক্তব্য দেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, হাইকোর্ট বিভাগের বিচারপতি সৌমেন্দ্র সরকার, স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ, সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিসহ আইনজীবীরা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।