ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

প্রশিক্ষণের জন্য দ্বিতীয় ধাপে ভূপাল যাচ্ছেন ৩৪ বিচারক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
প্রশিক্ষণের জন্য দ্বিতীয় ধাপে ভূপাল যাচ্ছেন ৩৪ বিচারক

ঢাকা: প্রথম ধাপে ৪০ জনের আইন বিষয়ক প্রশিক্ষণ ও সামর্থ্য বৃদ্ধির কর্মসূচি সম্পন্ন হওয়ার পর এবার দ্বিতীয় ধাপে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে যাচ্ছেন অধস্তন আদালতের ৩৪ জন বিচারক।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য এ ৩৪ বিচারককে অনুমতি দেয় আইন মন্ত্রণলায়।

মনোনীতরা হলেন, ঢাকার দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্টের চেয়ারম্যান (জেলা জজ) মো. মঞ্জুরুল বাছিদ, বরিশালের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (জেলা জজ) মো. গোলাম কিবরিয়া, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম।

 
জামালপুরের জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান, চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক, কক্সবাজারের জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম, সিলেট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. মোহিতুল হক এনাম চৌধুরী, সিলেট মহানগর দায়রা জজ মো. মফিজুর রহমান ভূঞা, মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. সাইফুল ইসলাম।

টাঙ্গাইলের বিশেষ জজ ওয়াহিদুজ্জামান শিকদার, রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার।

চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারুক আহমেদ, ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু শামীম আজাদ, কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন, নীলফামারীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. নাসিরুল হক, পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহাম্মদ শাহরিয়ার কবীর, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ এন এম মোরশেদ খান, খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার।

খুলনার যুগ্ম জেলা ও দায়রা জজ স্বপন কুমার সরকার, কুড়িগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. জাহিদুল হক, ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ শেখ তারিক এজাজ, খুলনার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আশরাফ উদ্দিন, নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত, নোয়াখালীর অতিরিক্ত চিফ  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ ছামিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল, ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য্য, রংপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. এস এম রেজাউল  বারী এবং কুমিলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম।

মনোনীত ব্যক্তিরা ৮ নভেম্বর ভারতের উদ্দেশ্যে যাত্রা করে ২৬ নভেম্বর দেশের ফিরবেন।

এর আগে ১০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ‘বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ ও সামর্থ্য বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন করেন ৪০ বিচারক।  

গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ও ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে ‘বাংলাদেশি বিচার বিভাগীয় কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ ও সামর্থ্য উন্নয়ন’ শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা অনুসারে দেশের এক হাজার ৫০০ বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তা পর্যায়ক্রমে প্রতিবেশী দেশটির জাতীয় ও বিভিন্ন রাজ্য জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ ও সামর্থ্য বাড়ানোর কর্মসূচিতে অংশ নিতে যাবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থাপনায় রয়েছে দেশটির টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটেক)। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ প্লেন ভাড়াসহ প্রশিক্ষণের সব ব্যয়ভার নির্বাহ করবে ভারত সরকার। এদিকে দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা গেছে।

প্রশিক্ষণ নিতে ভূপালে গেলেন ৪০ বিচারক

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
ইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।