ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ময়মনসিংহের দুই উপজেলা চেয়ারম্যানের বরখাস্তাদেশ স্থগিত 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
ময়মনসিংহের দুই উপজেলা চেয়ারম্যানের বরখাস্তাদেশ স্থগিত 

ঢাকা: ময়মনসিংহ জেলার ফুলপুরের আবুল বাশার আকন্দ ও তারাকান্দার মোতাহার হোসেন তালুকদারের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। 

একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ তিনমাসের এ স্থগিতাদেশ দেন।  

আদালতে রিটে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

 

সাংবাদিকদের তিনি জানান, ২৫ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে ফৌজদারি মামলায় অভিযোগপত্র গ্রহণের ঘটনায় এই দুইজনকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।  

বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান হন আবুল বাশার আকন্দ ও মোতাহার হোসেন তালুকদার।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।