ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

প্রশ্নফাঁসের দায়ে সাবেক ইউপি সদস্যের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
প্রশ্নফাঁসের দায়ে সাবেক ইউপি সদস্যের জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (০৫ জানুয়ারি) উপজেলার জেএমজি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম।

পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম জানান, ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে জেএমজি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আতিয়ার রহমান নামে সাবেক এক ইউপি সদস্য এসে মোবাইল ফোনে প্রশ্নের ছবি উঠিয়ে ইন্টারনেটে ছাড়ার চেষ্টা করছিলেন।

এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রশ্নফাঁসে সহযোগিতা করায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।