ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খালেদার আপিল নিয়ে বৈঠকে আইনজীবীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
খালেদার আপিল নিয়ে বৈঠকে আইনজীবীরা ফাইল ছবি

ঢাকা: রায়ের অনুলিপি পাওয়ার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলায় আপিলের প্রস্তুতি নিতে বৈঠকে বসেছেন তার জ্যেষ্ঠ আইনজীবীরা।  

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার পর সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জে মোহাম্মদ আলীর ধানমন্ডির চেম্বারে বৈঠকে বসেছেন বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

এ জে মোহাম্মদ আলী ছাড়া অন্যরা হলেন,  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন,  সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লা মিয়া, ব্যারিস্টার কায়সার কামাল ও মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত। যে রায়ের সত্যায়িত অনুলিপি সোমবার গ্রহণ করে খালেদা জিয়ার আইনজীবীরা।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।