ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেলেন গায়িকা মিলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেলেন গায়িকা মিলা

ঢাকা: সংগীতশিল্পী মিলাকে তার সাবেক স্বামী এস এম পারভেজ সানজারি হত্যাচেষ্টার মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। 

সোমবার (১ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন মিলা।

এ গায়িকার বিরুদ্ধে গত ৫ জুন অ্যাসিড হামলার অভিযোগে মামলাটি করেছেন এস এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। উত্তরা পশ্চিম থানায় দায়ের করা এ মামলায় মিলা ছাড়াও তার সহকারী পিটার কিমকে আসামি করা হয়েছে।

মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি ২ জুন দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। রাত ৮টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরে পারভেজ মোটরসাইকেল চালানোর সময় তার গায়ে কে বা কারা অ্যাসিড ছুড়ে মারে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, পারভেজের শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।