ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ধর্ষণ মামলায় সেই এসআই’র জা‌মিন মে‌লে‌নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
ধর্ষণ মামলায় সেই এসআই’র জা‌মিন মে‌লে‌নি এসআই বাপ্পী। ছবি: সংগৃহীত

ঢাকা: বিয়ের প্রলোভন ও ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রকিব খান বাপ্পী জা‌মিন পান‌নি। মঙ্গলবার (৭ জানুয়া‌রি) দুপু‌রে শুনা‌নি শে‌ষে ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট আবু সু‌ফিয়ান মো. নোমান এ জা‌মিন আবেদন‌ খারিজ ক‌রে দেন। 

মামলার প্রতি‌বেদন দা‌খি‌লের জন্য আগামী ২৬ জানুয়া‌রি দিন ধার্য র‌য়ে‌ছে।

গত ২ জানুয়ারি রাতে এক তরুণীর দায়ের করা মামলায় শেরেবাংলা নগর থানা পুলিশ বাপ্পীকে গ্রেফতার করে।

পরের দিন তা‌কে আদাল‌তে হা‌জির ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর আবেদন ক‌রেন তদন্তকারী কর্মকর্তা। অপর‌দি‌কে, বাপ্পীর প‌ক্ষে আইনজীবী র‌বিউল ইসলাম জা‌মিন আবেদন ক‌রেন। সে‌দিন ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট সাদবীর ইয়া‌ছির আহসান চৌধুরী জা‌মিন শুনা‌নির জন্য ৭ জানুয়া‌রি দিন ধার্য ক‌রে আসামিকে কারাগা‌রে পাঠা‌নোর আদেশ দেন।

মামলার বিবরণী থে‌কে জানা যায়, বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং ভিডিওধারণ করে সামাজিক সম্মান ক্ষুণ্ন করার ভয় দেখিয়ে পুনর্ধর্ষণের অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওই তরুণী।

অভিযুক্ত আব্দুর রকিব খান বাপ্পী মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইলে।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, বাপ্পী গত আড়াই বছর আগে এসআই হিসেবে পুলিশে যোগ দেন। কিন্তু তাদের মধ্যে প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। এরমধ্যে এসআই বাপ্পী একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেছেন। কিন্তু সম্প্রতি বিয়ে না করার জন্য টালবাহানা করছিলেন বাপ্পী।

২ জানুয়া‌রি সকালে এসআই বাপ্পী আগারগাঁও এলাকার একটি বাসায় তরুণীকে ডেকে নেন। সেখানে গেলে তিনি কিছু গোপন ভিডিও দেখান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

সেখান থেকে ৯৯৯ নম্বরে কল ক‌রে ওই তরুণী শেরেবাংলা নগর থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে বাপ্পীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর দিনভর অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা করা হয়। সবশেষ তরুণীর অনড় অবস্থানের কারণে রাতে মামলা দায়ের হয়।

আরও পড়ুন> ধর্ষণ মামলায় গ্রেফতার মিরপুর থানার সেই এসআই কারাগারে

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
কেআই/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।