ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি মামুন, সম্পাদক গোফরান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি মামুন, সম্পাদক গোফরান

নোয়াখালী: নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) সভাপতি পদে অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুন ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত এবিএম জাকারিয়া ২১৩ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবদুল গোফরান ভূঁঞা ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আবদুল্লাহ তাহের পেয়েছেন ১৯৫ ভোট।

 

আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল সভাপতি ও সম্পাদকসহ সাতটি পদে নির্বাচিত হয়েছেন। অন্যরা হলেন সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, সহ-সম্পাদক অ্যাডভোকেট ইসমাইল ফয়েজ উল্লাহ রাসেল, সদস্য পদে অ্যাডভোকেট আবুল হোসেন রাজু, অ্যাডভোকেট জাহাঙ্গীরুল ইসলাম ও অ্যাডভোকেট নাসির উদ্দিন রাজু নির্বাচিত হন।  

অপরদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (নীল দল) সহ-সভাপতি অ্যাডভোকেট এনামুল হক হাজারী, সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট মতিউর রহমান রুম্মান, কোষাধক্ষ লিয়াকত আলি খান, আপ্যায়ন সম্পাদক আবদুল কাদের, লাইব্রেরি সম্পাদক মশিউর রহমান পারভেজ, ক্রীড়া সম্পাদক আব্বাস আলী খান ও সদস্য পদে আবদুল্লাহ আল মামুন ও হিরণসহ আটজন নির্বাচিত হন।  

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন অ্যাডভোকেট সামছুল আলম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।  

মোট ভোটার সংখ্যা ছিল ৪৮৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৪৮১ জন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।