ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আতিক জামান, সম্পাদক মুমিনুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আতিক জামান, সম্পাদক মুমিনুল জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুজ্জামান, সম্পাদক মুমিনুল

ঢাকা: ১২তম বাংলাদেশ জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বরিশালের সহকারী জজ আতিক জামান এবং সেক্রেটারি পদে মৌলভীবাজারের সহকারী জজ মুমিনুল হক সুজন জয় লাভ করেছেন।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনারের দায়িত্বপালনকারী সিফাত উল্লাহ, মোস্তাফিজুর রহমান, এমএন হারুন এবং মতিউর রহমান রিপন।

এর আগে শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের ১০০ সদস্য গোপন কোডের মাধ্যমে ভার্চ্যুয়ালিভাবে তাদের ভোটাধিকার দেন।

ফলাফলে জানানো হয়, ১২তম জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে বরিশালের সহকারী জজ আতিক জামান, সহ- সভাপতি পদে গাইবান্ধার সহকারী জজ মো. ওবায়দুল হক রুমি, সেক্রেটারি পদে মৌলভীবাজারের সহকারী জজ মুমিনুল হক সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বগুড়ার সহকারী জজ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক পদে পিরোজপুরের সহকারী জজ আজহার নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দিতায় গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে সহকারী জজ মো. হাসিবুজ্জামান এবং তথ্য প্রযূক্তি, প্রচার ও গণসংযোগ বিষয়ক সম্পাদক পদে সহকারী জজ সুদীপ্ত তালুকদার নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) মাধ্যমে সহকারী জজ নিয়োগ দেওয়া হয়। সে অনুসারে অ্যাসোসিয়েশনের ১২তম ব্যাচের অধীনে ‘১২শ জুডিসিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশন’ ২০২০-২০২১ সেশনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো। মূলত অ্যাসোসিয়েশনে মোট ১৩টি পদ থাকলেও সাতটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অবশিষ্ট ছয়টি পদে সাংগঠনিক নিয়ম অনুসারে কমিটির সদস্য সংগ্রহ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।