ঢাকা: আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
ভোটার তালিকায় বাদ পড়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের এক সদস্যের করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদন করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তীর্থ সলিল পাল।
তিনি বলেন, ভোটার তালিকায় আবেদনকারীর নাম নেই। এ কারণে নাম অন্তর্ভুক্ত চেয়ে তিনি রিট আবেদন করেন। আদালত দুই মাসের জন্য নির্বাচন স্থগিত করে তাকে কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না এ মর্মে রুল জারি করেছেন। শ্রম সচিব, শ্রম অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১, আপডেট: ১৩৩৫ ঘণ্টা
ইএস/আরবি