ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

কুসিক কাউন্সিলর সোহেল হত্যা: আসামি সুমন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
কুসিক কাউন্সিলর সোহেল হত্যা: আসামি সুমন গ্রেফতার

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল (৫০) হত্যা মামলার চার নম্বর আসামি সুমন মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ।

এর আগে, কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত সোহেলের ভাই সৈয়দ মোহাম্মদ রোমান। মামলায় ১১ জনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।  

জানা যায়, সোমবার (২২ নভেম্বর) কুমিল্লা নগরীর পাথুরিয়া পাড়া এলাকার থ্রি স্টার এন্টারপ্রাইজে সাত-আটজনের একটি দল কালো পোশাক ও মুখোশ পরে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালায়। এ সময় কাউন্সিলর সোহেলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে নয়টি গুলি লাগে। হরিপদ সাহার শরীরে গুলি লাগে দুটি। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওইদিন রাত সাড়ে ৮টায় হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন তাদের মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।  

আরও পড়ুন>
** শাহআলমের সঙ্গে দ্বন্দ্ব ছিল কাউন্সিলর সোহেলের
** ওরা এসেছিল সাতটি মোটরসাইকেলে
**কুমিল্লায় কাউন্সিলরসহ ২ জনকে গুলি করে হত্যা
**অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি, কাউন্সিলরসহ ৯ জন গুলিবিদ্ধ

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।