ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পাকিস্তান দলের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
পাকিস্তান দলের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ঢাকা: সরকারের অনুমতি ব্যতীত স্টেডিয়ামে পতাকা উড়ানোয় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিক এ আদেশ দেন।

 

এর আগে একই আদালতে এ আবেদন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে বিকেলে আদেশের জন্য রাখেন।  

বাদীপক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুল হক।

মামলার আবেদনের বিষয়ে তিনি জানান, বাংলাদেশের মিরপুরের একাডেমি মাঠে সরকারের অনুমতি ব্যতীত পাকিস্তানের পতাকা উড়িয়ে অনুশীলন করায় তাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়।  

আরও পড়ুন>>

>>> পতাকা ইস্যুতে পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে মামলার আবেদন

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
কেআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।