ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলায় অস্ত্র মামলায় আবু সাইদ (২৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) আবু সাইদ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ও (এফ) ধারায় বর্ণিত অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় ১৯ (এ) ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত আসামি আবু সাইদ হরিপুর উপজেলার লহুচাদ গ্রামের বদরুল ইসলামের ছেলে। মামলায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন- একই গ্রামের আসাদুজ্জামান লিটন ও সোলেমান আলী।
রাষ্ট্রপক্ষের সরকারি অ্যাডভোকেট শেখর কুমার রায় জানান, ২০১৮ সালের ২ জুলাই গ্রামীণ ব্যাংকের রাণীংশকৈল উপজেলার কাশিপুর শাখার ডেপুটি প্রিন্সিপাল অফিসার হারুন অর রশিদ ও তার পিয়ন মুকুল হোসেন সোনালী ব্যাংকের নেকমরদ শাখা থেকে ছয় লাখ টাকা তুলে মহারাজা হাটে যাচ্ছিলেন। পথে দুর্লভপুর নামক স্থানে পৌঁছালে আবু সাইদ ও তার সহযোগীরা মোটরসাইকেল নিয়ে তাদের গতিরোধ করে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ভয় দেখিয়ে ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান। পরে হারুন অর রশিদ ও তার পিয়ন মুকুল হোসেন চিৎকার দিতে দিতে তাদের ধাওয়া করতে থাকেন। এভাবে আরাজি চন্দনহট গ্রামে পৌঁছালে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন আবু সাইদ ও তার সহযোগীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আবু সাইদ ও আসাদুজ্জামান লিটনকে আটক করে। আবু সাইদের কাছ থেকে একটি ম্যাগজিন যুক্ত বিদেশি পিস্তল ও গুলি এবং আসাদুজ্জামান লিটনের কাছ থেকে টাকার ব্যাগ উদ্ধার করা হয়।
পরে রাণীশংকৈল থানায় এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) আসগর আলী। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দিলেন আদালত।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
এসআই