ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

আইন ও আদালত

ক্রিকেটার আল আমিনের মামলার প্রতিবেদন ২ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
ক্রিকেটার আল আমিনের মামলার প্রতিবেদন ২ নভেম্বর

ঢাকা: যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।  

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী এ আদেশ দেন।

এদিন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মিরপুর মডেল থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই বিচারক প্রতিবেদনের জন্য নতুন এ দিন ধার্য করেন।  

সিএমএম আদালতে মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এস আই) শেখ রাকিবুল ইসলাম এ তথ্য জানান।

গত ১ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে পরদিন আল আমিনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়।

গত ৬ সেপ্টেম্বর এ মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন জামিন পান। এরপর তাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
কেআই/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।