ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ফ্লাইট ছাড়তে দেরি, বিমানবন্দরে সময় কাটাতে পারেন ৩ ভাবে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
ফ্লাইট ছাড়তে দেরি, বিমানবন্দরে সময় কাটাতে পারেন ৩ ভাবে

শীতকালে বেড়ানোর হিড়িক পড়ে যায়। কম সময়ে গন্তব্যে পৌঁছাতে অনেকে উড়োজাহাজে যেতেই পছন্দ করেন।

কিন্তু কুয়াশার কারণে এই সময়টায় ফ্লাইট ছাড়তে দেরিও হয়। যে কারণে সেটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। নির্দিষ্ট সময়ে ফ্লাইট না ছাড়লে অনেকটা সময় বিমানবন্দরেই কাটাতে হয়।  

একরাশ বিরক্তি মনে জমিয়ে না রেখে সেই সময়টা কাজে লাগানো যায়।

বই পড়তে পারেন
অনেকে ভ্রমণের সময় তার পছন্দের বই সঙ্গে রাখেন। এই সময়ে ডিজিটাল প্লাটফর্মেও বই থাকে পিডিএফ আকারে। ফ্লাইট কয়েক ঘণ্টা দেরি হলে ওয়েটিং লাউঞ্জের এক কোণে বসে বইটা পড়ে নিতে পারেন।

শপিং করতে পারেন
বিমানবন্দরে ছড়িয়ে-ছিটিয়ে আছে প্রচুর দোকান। ফ্লাইট ছাড়তে দেরি হলে টুকটাক কেনাকাটা সেরে নেওয়া যায়। শপিং করলে অপেক্ষার ক্লান্তিও খানিকটা কেটে যাবে। আবার সময়টাও নষ্ট হবে না।

খাবারের দোকানগুলি ঘুরে দেখা
খাদ্যরসিকদের কাছে এই কাজটি অত্যন্ত লোভনীয়। বিমানবন্দরের ভেতরে মোটামুটি খাবারের মেলা বসে। ফাঁকা সময়ে সেই দোকানগুলিতে খানিক ঢুঁ মেরে আসতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।