ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ঈদের সাজ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
ঈদের সাজ 

ঈদের দিনটির জন্য অপেক্ষা থাকে পুরো বছর। এই দিনে সবাই চাই নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলেতে।

যার প্রস্তুতি চলে রমজান মাসজুড়ে। যেভাবে খুব সহজেই নিজের বেস্ট গুলকটি পেয়ে যাবেন...জেনে নিন- 

•    প্রথমেই ব্রণ থাকলে মেকআপ করার আগে ত্বক ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন 
•    ত্বকে ময়েশ্চারাইজার মেখে নিন 
•    আঙুলে প্রাইমার নিয়ে খুব ভালোভাবে ত্বকে মিশিয়ে দিন
•    এবার ব্রণের দাগ, চোখের নিচের কালো ঢাকতে কনসিলার লাগিয়ে নিন 
•    ত্বকে চেপে চেপে কনসিলার লাগাতে হবে, ঘষবেন না
•    কনসিলার লাগিয়ে ৫মিনিট অপেক্ষা করুন  
•    এরপর ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে লিকুইড ফাউন্ডেশন ভালোভাবে মিশিয়ে দিন
•    দাগগুলো ঢেকে গেছে, এবার ফেস পাউডার লাগাতে হবে
•    দুই গালে ব্লাসন বুলিয়ে দিন 
•    মেকআপ দীর্ঘ সময় ঠিক রাখতে স্প্রে করে দিন
•    পোশাকের সঙ্গে মিলিয়ে চোখে শ্যাডো লাগিয়ে নিন
•    চোখের নিচে টেনে কাজল দিন  দুই বার করে মাশকারা ও ওপরের পাতায় আইলাইনার দিয়ে লাইন টেনে নিন
•    ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিন।   

আয়নায় দেখুন, কত সুন্দর দেখাচ্ছে! যেমন যত্ন করে মেকআপ করলেন, ঘুমানোর আগে ঠিক এতটাই যত্ন করে মেকআপ তুলতে হবে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।