ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কালচে দাগ তুলতে গিয়ে রুক্ষ হয়েছে আন্ডারআর্মস?

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
কালচে দাগ তুলতে গিয়ে রুক্ষ হয়েছে আন্ডারআর্মস?

অনেকেরই আন্ডারআর্ম বা বগলের ত্বকের রং নষ্ট হয়ে যায় বা বাজে গন্ধ হয়। এতে ফ্যাশন করতে যেমন অসুবিধা হয় তেমনই ব্যক্তিগত জীবনেও সমস্যা তৈরি হতে পারে।

এই প্রতিবেদনে থাকছে কয়েকটি ঘরোয়া উপকরণ ব্যবহারে এ সমস্যা দূর করার উপায়।

* জাফরানের বহু উপকারিতার মধ্যে একটি  হচ্ছে এটি ত্বক উজ্জ্বল করে। বগলে এটি ব্যবহারের জন্য দুই টেবিল চামচ হালকা লোশনে এক চিমটি জাফরান ভালোভাবে মেশান। এরপর তা আপনার বগলে ভালোভাবে লাগিয়ে নিন। এটি বগলের ত্বকের রং দেহের অন্য অংশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখবে। পাশাপাশি এটি বগলের গন্ধ দূর করতেও সহায়তা করবে।

* আপনার বগলের ত্বকের কালো দাগ বা ব্ল্যাক স্পট দূর করার জন্য আপেল কার্যকর। এজন্য আপেলের ছোট একটি টুকরো ভালোভাবে চূর্ণ করে (পেস্ট) নিয়মিত আপনার বগলে লাগান। বগলের গন্ধ দূর করতেও এটি সহায়তা করবে।

* কমলার সাইট্রিক এসিড ত্বক পরিষ্কার করার জন্য কার্যকর। বগলের ময়লা দূর করে স্বাভাবিক রং বানাতেও এটি ভূমিকা রাখে। এজন্য কিছু কমলার খোসা কমপক্ষে চার দিন রোদে শুকিয়ে নিন। এরপর তা চূর্ণ করে সামান্য গোলাপজল মিশিয়ে বগলে লাগান। ১০ মিনিট পর পানিতে ধুয়ে ফেলুন।

* নারিকেল তেল দিয়ে রূপচর্চার বহু কাজ হয়। এটি দেহের ত্বক উজ্জ্বল করে। বগল পরিচর্যায় সহজ একটি উপায় হলো নারিকেল তেল বগলে ভালোভাবে মাখিয়ে নেওয়া। এরপর ১০ থেকে ১৫ অপেক্ষা করে তা ধুয়ে ফেললেই উপকার পাওয়া যাবে।

* লেবু পরিষ্কার করার জন্য প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়। আপনার বগলে লেবু ঘষে নিলেও তাতে যথেষ্ট উপকার পাওয়া যাবে। তবে লেবু দ্রুত শুকিয়ে যায় বিধায় লেবু প্রয়োগের পর বডি লোশন মাখাতে ভুলবেন না। এটি ভালো অ্যান্টিসেপটিক হওয়াতে গন্ধ দূর করতেও কার্যকর।

* দুধে ভিটামিন ও ফ্যাটি এসিড থাকায় তা ত্বকের জন্য উপকারী। আর এটি ত্বকের উজ্জ্বলতাও বাড়াতে ভূমিকা রাখে। এজন্য সামান্য দুধ বগলে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর ধুয়ে ফেলতে পারেন।

* শশা দিয়ে সহজেই ত্বকের ময়লা পরিষ্কার করা যায়। এজন্য এক টুকরো শশা নিয়ে তা বগলের ত্বকে ভালোভাবে ঘষতে হবে। এটি ত্বক পরিষ্কার করার পাশাপাশি ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।