শীত আসতে আর বিশেষ দেরি নেই। শীতের পোশাক বাড়িতে সব সময়ে কাচা সহজ নয়।
বেকিং সোডা
বাড়িতে সাধারণত বেকিং সোডা থাকেই। এই উপাদানটি প্রাকৃতিকভাবে দুর্গন্ধ দূর করতে পারে। শীতের পোশাকে যেখানে ঘাম জমা হতে পারে (যেমন বাহুসন্ধি বা হাতের কব্জির অংশ), সেখানে অল্প বেকিং সোডা ছড়িয়ে দেওয়া যায়। এক দিন পর পোশাকটি ভালো করে ঝেড়ে নিয়ে ব্যবহার করা যায়।
সাদা ভিনিগার
ভিনিগারের ঝাঁঝালো গন্ধ শীতের পোশাকের দুর্গন্ধ দূর করতে পারে। সমপরিমাণ ভিনিগার এবং জল মিশিয়ে পোশাকের ওপর হালকা স্প্রে করতে হবে। পোশাক যাতে মিশ্রণে ভিজে না যায়, তা খেয়াল রাখা উচিত। তারপর পোশাকটিকে হাওয়ায় রেখে দিতে হবে।
সূর্যালোক ও বাতাস
সূর্যের আলো এবং খোলা বাতাস পোশাক থেকে দুর্গন্ধ দূর করতে সক্ষম। ব্যবহৃত শীতের পোশাক সূর্যালোকে রেখে দেওয়া উচিত। সূর্যালোকের অতিবেগনি রশ্মি পোশাকে উপস্থিত জীবাণু এবং ছত্রাককে দূর করে। তার ফলে পোশাক থেকে দুর্গন্ধ দূর হয়। তবে মনে রাখতে হবে, সরাসরি সূর্যালোকে পোশাক বেশি ক্ষণ রাখলে তার রং চটে যেতে পারে।
এএটি