ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আনিকা আবার হাসতে চায়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, জুন ৫, ২০১৩
আনিকা আবার হাসতে চায়

যদি প্রশ্ন করা হয়, একটি শিশুর হাসির মূল্য কি টাকা দিয়ে পরিমাপ করা যাবে? আমরা সবাই হয়তো উত্তরে বলবো না...কখনোই নয়।

কিন্তু সাত বছরের ছোট্ট আনিকার হাসি ফিরে আসতে পারে মাত্র তিন লাখ টাকায়।

গত ৩১ ডিসেম্বর দরিদ্র বাবা মায়ের ঘরের শিশু আনিকার দুর্ঘটনাবশত আগুনে পুড়ে ঝলসে যায় মুখ ও পুরো শরীর।

আনিকা নারায়ণগঞ্জের বন্দর থানার একরামপুর গ্রামের পোশাকশ্রমিক আলী আকবর ও বিলকিস বেগমের মেয়ে। পুড়ে যাওয়ার পর দীর্ঘ তিন মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা হয়েছে।

তবে বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা দিতে না পেরে তার বাবা-মা আনিকাকে বাড়িতে নিয়ে গেছে। চিকিৎসকেরা বলেছেন, মেয়েটির পোড়া মুখ আগের অবস্থায় ফিরিয়ে আনতে কসমেটিকস সার্জারি করতে হবে। এজন্য প্রায় তিন লাখ টাকা প্রয়োজন।

এত টাকা অনিকার অসহায় মা-বাবার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তার মা বিলকিস বেগম বাংলানিউজকে কান্না জড়িত কন্ঠে বলেন, “আমার আনিকা ফুটফুটে গোলাপ ফুলের মতো সুন্দর ছিল। মেয়েটির মুখের দিকে তাকাতে পারি না। আনিকা ছোট বেলা থেকে সাজতে খুব পছন্দ করতো, সে প্রায়ই আয়নার সামনে গিয়ে চুল আচড়াতো, ঠোঁটে লিপিস্টিক দিত, কিন্তু এখন আর ও(আনিকা) আয়নার সামনে যায় না, আর সে হাসতেও ভুলে গেছে। ”

অসহায় দরিদ্র মায়ের একটাই আকুতি আনিকার মুখের হাসি একদিন ফিরে আসবে।

সমাজের দুঃস্থ ও আর্তপীড়িত মানুষের জন্য নিরলস কাজ করছে বাংলানিউজ সোশ্যাল সাভির্স(বিএনএসএস)। আনিকাকে সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন: বিএনএসএস কমিটির আহ্বায়ক শারমীনা ইসলাম-ফোন: ০১৯৩৭১৯৯৩৭৬, ইমেইল[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।