ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ফ্যাশনে যেমন ছিল ২০১৩

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
ফ্যাশনে যেমন ছিল ২০১৩

শীত, গ্রীষ্ম বর্ষা, ঈদ, পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, পুজা, বড়দিন, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি, বাবা দিবস, মা দিবস, ভালোবাসা দিবস, বন্ধু দিবসসহ নানা সময়ে আমাদের পোশাকের প্রয়োজন মেটায় দেশি ফ্যাশন হাউসগুলো। আর ফ্যাশনও আবর্ততি হয় এসব উপলক্ষ ঘিরেই।

নানা ঘটনার মধ্য দিয়ে আমরা বিদায় জানাচ্ছি ২০১৩ সালকে আর স্বাগত জানাচ্ছি ২০১৪ সালকে। আরেকবার ফিরে দেখি কেমন  ছিল এবছরের ফ্যাশন:

anjons2ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স এবারের শীত পোশাকের আউটলাইনে যুক্ত করেছে ডিজাইন শাল, ওভেন চেক কোট, পঞ্চ, হুডিসহ নানা ডিজাইনস ওয়ার। ফেব্রিক হিসাবে খাদি, কটন- লিলেন কে প্রাধান্য দেয়া হয়েছে। ডিজাইনে শীতের শালে প্রাধান্য দেয়া হয়েছে এপ্লিক, মেশিন এম্ব্রয়ডারি।

নগরদোলা এবারে বৈশাখী পোশাক সমাহারে অলংকরণ হিসেবে বেছে নেয় বিলুপ্তপ্রায় “দারুশিল্প’’এর উল্লেখযোগ্য কিছু শিল্পকর্ম।

/puja2দুটি ধর্মীয় উৎসব  ঈদ ও পূজা একই সময়ে হওয়ায় এবারে  উৎসব আয়োজন করা হয়েছে বিপুল বৈচিত্র্যময় পোশাক সম্ভারের।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই ভালোবাসা থেকেই নগরদোলা বিজয়ের মাসে নিয়ে এসেছে লাল সবুজে বিভিন্ন ডিজাইনের পোশাক। nogor9

 

বাবা দিবসে বাবার প্রতি সন্তানের শ্রদ্ধা জানাতে তৈরি হয় বাবাও সন্তানদের জন্য এক ধরনের পোশাক ।

shroddha শ্রদ্ধাভাজন প্রিয়জনকে প্রতিদিন সুখী করার কাঙ্ক্ষিত স্বপ্নপূরণের প্রত্যাশায় ‘রঙ’ চালু করেছে প্রবীণদের জন্য বাংলাদেশের প্রথম ফ্যাশন হাউস ‘শ্রদ্ধা’। ।

পহেলা ফাল্গুন বাঙালি জীবন ও সংস্কৃতিতে এক বিশেষ দিন। ফাল্গুনের প্রথমদিনে প্রকৃতির মতোই নতুন সাজে সেজে থাকে সৌখিন তরুণীরা। fagun2

স্বাধীনতা দিবসে লাল-সবুজকে ভালোবেসে পোশাক আনে সবগুলো দেশি ফ্যাশন হাউস।

আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর পোশাকও আমাদের দেশের তরুণীদের মধ্যে বেশ জনপ্রিয়। এক্ষেত্রে ২০১৩ সালে ভারতে আধিপত্য ছিলো আনারকলি ড্রেসের। ঈদে আমাদের দেশেও সবার নজরকারে পোশাকগুলো। Anarkali-

এছাড়া লং কামিজের সংযোজন এবছরে ফ্যাশনে এনেছে নতুন মাত্রা।

boishakh2দেশের নাম করা ফ্যাশন হাউস অঞ্জন’স এর প্রধান নির্বাহী শাহিন আহমেদ বলেন, এবছর পরিবারের সবার জন্য তৈরি করা পোশাকগুলো সবাই পছন্দ করছে। আর এ্গুলোর ক্রেতাও ছিলেন প্রচুর। shaheen

তিনি বলেন ২০১৩ তে লং কামিজের ব্যবহার বেড়ে গেলেও ধারনা করা হচ্ছে আসছে ২০১৪ সালে ফ্যাশন বাজারে পোশাকের লেংন্থ কিছুটা কমে আসবে। pakistan

নিজের ব্যক্তিত্ব ও পেশার সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক নির্বাচনের পরামর্শ দেন শাহিন আহমেদ। যে পোশাকই পরা হোক তা যেন আরামদায়ক হয় এবং সহজে ক্যারি করা যায় সে দিকেও খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে যাদের উচ্চতা কম এবং শরীর কিছুটা স্থুল তারা লম্বা স্ট্রাইপ ও এক রং-এর পোশাক বেছে নিলে দেখতে বেশি ভালো লাগবে বলেও জানান তিনি।

হাজারো মানুষকে ভালোবাসার রং-এ রাঙিয়ে ফ্যাশন হাউস রঙ, এবার ২০ বছর পূর্ণ করেছে। রঙ-এর জন্য শুছেচ্ছা। আর দেশি পোশাক আমাদের ফ্যাশনকে আরও সমৃদ্ধ করবে এই প্রত্যাশায়, নতুন বছরে সবার জন্য শুভকামনা ।

বন্ধুরা আরও নানা বিষয়ে জানতে ও আপনার মতামত জানাতে https://www.facebook.com/bnlifestyle লাইফস্টাইল বিভাগে লেখা পাঠাতে পারেন  [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।