ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

অনলাইনে বিয়ের কেনাকাটা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
অনলাইনে বিয়ের কেনাকাটা

বিয়ের মৌশুমে কেমু অনলাইন শপ করেছে বিয়ের কেনাকাটার নানা আয়োজন। এ আয়োজনের মধ্যে কেমু অনলাইন শপিং স্টোরে নতুন যোগ হলো ওয়েডিং স্টোর।



স্টোরটি সাজানো হয়েছে বর-কনের সাজের যাবতীয় উপকরণ, বিয়ে-বৌভাত, হানিমুন, বিবাহ সংক্রান্ত উপহার ও আনুষঙ্গিক বিষয় নিয়ে।

বর-কনের জমকালো পোশাকের পাশাপাশি রয়েছে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য এক বিশাল পোশাকের সম্ভার। স্টোরের মাধ্যমে ঘরের বসেই হাজারো পণ্যের মাঝ থেকে বেছে নেয়া যাবে বিয়ের সব ধরনের উপহার ও আনুষঙ্গিক সামগ্রী।

আছে বিয়ের ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন আয়োজন। বিয়ের চারদিন ছাড়াও আগে ও পরে রয়েছে অনুষ্ঠান ও দাওয়াত। কি হবে তখন কার সাজ? জুয়েলারি কেমন হবে, শার্টটিই বা কেমন হবে, চটজলদি সমাধান দিতে পারে স্টোরটির সংশ্লষ্টি ক্যটাগরি। সময় বাঁচিয়ে বিয়ের সবধরনের কেনাকাটা করতে পারেন মনের মত করে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।