ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

স্টুডিও চিজকেক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
স্টুডিও চিজকেক

ওয়েডিং ফটোগ্রাফিকে আরও জনপ্রিয় করে সবার সাধ্যের মধ্যে নিয়ে ‍আসতে কাজ করে যাচ্ছেন তরুণ ফটোগ্রাফার মির্জা রাজন। ধীরে ধীরে তার ‘স্টুডিও চিজকেক’ সবার মাঝে পরিচিত হয়ে উঠছে আর সারাদেশ থেকেই ছবি তোলার আমন্ত্রণ পাচ্ছে।



মির্জা রাজন বলেন, ছবি তোলার প্রতি আগ্রহটা ছিল ছোটবেলা থেকেই। ছবিতো মানুষের স্মৃতি ধরে রাখে। মানুষ বহুদিন পরে আগের ছবি দেখে সোনালী অতীতে ফিরে যায়। তাই সবার ভালোলাগা সংরক্ষণ করে দিতেই মনে হলো একটি স্টুডও খোলার কথা। এরপর ছবি তোলার ওপর প্রশিক্ষণও নেয়া।

এরই মধ্যে রাজন সিদ্ধান্ত নেন দল গোছানোর। তারপর এখন তো স্টুডিও চিজকেক ১৭ জন সদস্য নিয়ে কাজ করে যাচ্ছে।

রাজনের উদ্যোগে ১৭ জনের দল হলেও মূল হলেন- সাব্বির, আবির মাহমুদ হক এবং নাফিস রহমান।

এই তরুণরা স্বপ্ন দেখেন একদিন দেশের বাইরে থেকেও ওয়েডিং ফটোগ্রাফির জন্য তাদের ডাক পড়বে।

স্টুডিও চিজ কেক-এর ঠিকানা: নিউ ডিওএইচএস, মহাখালি, বাড়ি নং: ২৮২/এ, লেন: ১৯/সি।

ফেসবুকে তাদের আরও কাজ সম্পর্কে জানা যাবে। ফেসবুকের লিংক: https://www.facebook.com/studiocheesecake/timeline

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।