বৈশাখে রংধনুর রং-এ পোশাক তৈরি করেছে নিপুণ। তবে অবশ্যই সেটা লাল কমলা আর অফ হোয়াইটকে বেইজ করে বলছিলেন নিপুণের প্রধান ডিজাইনার ফয়সাল মাহমুদ।
আর বাড়ির ছোট-বড় সবার জন্য করা হয়েছে এবারের বৈশাখ আয়োজন। শাড়ি, পাঞ্জাবির সঙ্গে রয়েছে বড়দের ফতুয়া, শার্ট, কুর্তি, ছোটদের পাঞ্জাবি, ফতুয়া, ছোট মেয়েদের ফ্রক। একইসঙ্গে বৈশাখের আয়োজনে বাড়ি সাজাতে নিপুণ নিয়ে এসেছে বৈশাখি আয়োজনের হাউসহোল্ড নানা প্রোডাক্ট।
নতুন ডিজাইনের পোশাকগুলো রয়েছে নিপুণের রাজধানীর হোসেন প্লাজা, মিরপুর জাতীয় স্টেডিয়ামের বিপরীত দিকে নিপুনের শোরুম, বসুন্ধরা দেশিদশ, সিলেট দেশিদশ, চট্রগ্রাম দেশিদশ এবং গুলশান দেশিদশের নিপুণের শোরুমে।