ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ভালোবাসুন নিজ কর্মক্ষেত্র

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
ভালোবাসুন নিজ কর্মক্ষেত্র ভালোবাসুন নিজ কর্মক্ষেত্র

দিন, মাস, বছরের বেশিরভাগ সময় আমরা কাটাই প্রিয় কর্মস্থলে। সেই প্রতিষ্ঠানকে নিজের করে নিতে পারাটাও এক ধরনের কাজের যোগ্যতা। নিজের কর্মক্ষেত্রকে ভালোবাসতে হবে। অফিসের সব ধরনের প্রয়োজনে নিজেকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলেই অফিসও আমাদের গুরুত্বপূর্ণ মনে করবে।

দায়িত্ব পালনে আন্তরিক হলেই শুধুমাত্র অফিসও আমাদের সব ধরনের প্রয়োজনের সময়ও আমাদের সুবিধা অসুবিধাগুলো দেখবে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নিজের অফিসের কোনো সমস্যা বড় করে দেখে অন্যের কাছে বা সামাজিক মাধ্যমে যদি কেউ বলেন তবে তার সম্পর্কেই মানুষ খারাপ ধারণা করে নেয়।

আর যখন অন্য কোনো হাউসে জবের জন্য ট্রাই করবো পাশে দাঁড়ানোরও তেমন কাউকে পাওয়া যাবে না।  

ঠিক তেমনি ক্ষমতা থাকলেই তার অপব্যহারও সমান ক্ষতির কারণ হতে পারে। তাই নিজের প্রতিষ্ঠানকে ভালোবাসুন, সবার সঙ্গে মিশে চলতে পারলে আখেরে নিজেরই লাভ।  

যেমন সারা বছর শুধু কাজ আর কাজ। এতো ব্যস্ততার মাঝে নতুন কাজের উৎসাহ দেয় একটি উৎসব। অফিসের যে কোনো উৎসবে নিজেকে সম্পৃক্ত করতে হবে। আমার অফিসের উৎসব। সবাইকেই সামনে থেকে উৎসাহ দিতে হবে।

অফিসের উৎসবে কী করবেন:

*  যদি সম্ভব হয়, সবাই এক ধরনের পোশাক পরুন। এতে সবার মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে।
*    এই উৎসব আমাদের। একে সার্থক করার দায়িত্বও আমাদের
*    উৎসবটি সুন্দর করতে সবাই আলোচনা করে প্রস্তুতি নিন
*    সবার অংশগ্রহণ নিশ্চিত করতে পারলেই উৎসব সফল হবে
*   উৎসবের দিন সময় মতো চলে আসুন
*   কাজ, চিন্তা সব কিছুক্ষণের জন্য দূরে রাখুন
*    এবার মন খুলে আনন্দ করুন
*    সবার সঙ্গে মিশে যান
*    কোনো কারণে কারও ওপর মন খারাপ হলেও, নিজের এবং অন্যদের সময়টা যেন নষ্ট না হয়ে যায়, এটা মাথায় রেখে শান্ত থাকুন।

একটি দিনের বাঁধভাঙ্গা আনন্দ আমাদের পরবর্তী অনেকদিনের কাজের অনুপ্রেরণা যোগাবে।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।