দায়িত্ব পালনে আন্তরিক হলেই শুধুমাত্র অফিসও আমাদের সব ধরনের প্রয়োজনের সময়ও আমাদের সুবিধা অসুবিধাগুলো দেখবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নিজের অফিসের কোনো সমস্যা বড় করে দেখে অন্যের কাছে বা সামাজিক মাধ্যমে যদি কেউ বলেন তবে তার সম্পর্কেই মানুষ খারাপ ধারণা করে নেয়।
ঠিক তেমনি ক্ষমতা থাকলেই তার অপব্যহারও সমান ক্ষতির কারণ হতে পারে। তাই নিজের প্রতিষ্ঠানকে ভালোবাসুন, সবার সঙ্গে মিশে চলতে পারলে আখেরে নিজেরই লাভ।
যেমন সারা বছর শুধু কাজ আর কাজ। এতো ব্যস্ততার মাঝে নতুন কাজের উৎসাহ দেয় একটি উৎসব। অফিসের যে কোনো উৎসবে নিজেকে সম্পৃক্ত করতে হবে। আমার অফিসের উৎসব। সবাইকেই সামনে থেকে উৎসাহ দিতে হবে।
অফিসের উৎসবে কী করবেন:
* যদি সম্ভব হয়, সবাই এক ধরনের পোশাক পরুন। এতে সবার মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে।
* এই উৎসব আমাদের। একে সার্থক করার দায়িত্বও আমাদের
* উৎসবটি সুন্দর করতে সবাই আলোচনা করে প্রস্তুতি নিন
* সবার অংশগ্রহণ নিশ্চিত করতে পারলেই উৎসব সফল হবে
* উৎসবের দিন সময় মতো চলে আসুন
* কাজ, চিন্তা সব কিছুক্ষণের জন্য দূরে রাখুন
* এবার মন খুলে আনন্দ করুন
* সবার সঙ্গে মিশে যান
* কোনো কারণে কারও ওপর মন খারাপ হলেও, নিজের এবং অন্যদের সময়টা যেন নষ্ট না হয়ে যায়, এটা মাথায় রেখে শান্ত থাকুন।
একটি দিনের বাঁধভাঙ্গা আনন্দ আমাদের পরবর্তী অনেকদিনের কাজের অনুপ্রেরণা যোগাবে।