ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কিডনি রোগে বাড়ে ডায়াবেটিসের ঝুঁকি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
কিডনি রোগে বাড়ে ডায়াবেটিসের ঝুঁকি প্রতীকী ছবি

গবেষণা বলছে, যদি আপনার কিডনির সমস্যা থাকে তাহলে আপনি উচ্চমাত্রার ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছেন। এই ঝুঁকি ইউরিয়া বাড়ার কারণে ঘটতে পারে। নাইট্রোজেন দূষিত বর্জ্য রক্তে পাঠায়, যা প্রোটিন ভাঙা খাবার থেকে আসে।

কিডনি সাধারণত রক্ত থেকে ইউরিয়া অপসারণ করে, কিন্তু কিডনির কাজ করার ক্ষমতা কমে গেলে উল্টো ইউরিয়া তৈরি হতে পারে। ফলে ইনসুলিন ও রসক্ষরণে আরও বেশি প্রতিবন্ধকতা তৈরি হয়।

সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জিয়াদ আল আলী বলেন, আমরা অনেক আগে থেকেই জানি কিডনির রোগ ডায়াবেটিসের ঝুঁকির কারণ। কিন্তু এখন আমরা আরও ভালোভাবে বুঝতে পেরেছি যে কিডনি রোগ ইউরিয়ার মাত্রা বাড়িয়ে দেয়। সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ায়।

কিডনি রোগের কারণে রক্তে ইউরিয়া তৈরি হলে এটি ইনসুলিনকে বাধা দিয়ে ইনসুলিনের ক্ষরণ প্রতিহত করে। বলেন জিয়াদ।

ডায়াবেটিস নেই এমন ১ দশমিক ৩ লাখ প্রাপ্তবয়স্কের উপর ৫ বছর ধরে গবেষণা চালানো হয়। গবেষণার ফলাফলে ৯ শতাংশের ডায়েবেটিসের ঝুঁকি ছিল না। কিডনির সমস্যাসহ ইউরিয়া লেভেল বেড়ে গিয়ে ডায়েবেটিসের ঝুঁকিতে ছিল ২৩ শতাংশ।

গবেষণাটি কিডনি ইন্টারন্যাশনালে প্রকাশিত।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমএসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।