ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মেয়র ও ইউডু’র কালেকশন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
মেয়র ও ইউডু’র কালেকশন মেয়র ও ইউডু’র কালেকশন

এবারের বসন্ত বরণ ও ভ্যালেন্টাইন ডে উপলক্ষে রুচিসম্মত পোশাক নিয়ে হাজির হয়েছে ফ্যাশন হাউস মেয়র।

মেয়রে পোশাকের মধ্যে রয়েছে ছেলেদের পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, কাবলি সালোয়ার, পোলো টিশার্ট, ফরমাল শার্ট, স্পোর্টস জ্যাকেট, লম্বা হাতার টি শার্টসহ শীতে ব্যবহারের জন্য সব ধরনের পোশাক।  

মেয়েদের জন্যও এখানে রয়েছে টপস, ক্যাজুয়াল কুর্তি, লং গাউন, লেডিস শার্ট, শ্রাগসহ অন্যান্য সব ধরনের পোশাক।

ফেব্রুয়ারি মাস জুড়ে প্রতিটি পোশাকে পাবেন ৬০শতাংশ পর্যন্ত ছাড়।  

বেইলি রোড, বনানী ও যমুনা ফিউচার পার্কসহ মেয়রের সব শোরুমে এই ছাড় পাওয়া যাবে।  


ইউডুইউডু
শিশুদের থেকে শুরু করে বড়দের জন্য সব ধরনের ট্রেন্ডি পোশাক পাওয়া যাবে ফ্যাশন হাউস ইউডু-তে। রয়েছে জ্যাকেট, হুডি, ব্লেজার, সোয়েটারসহ বিভিন্ন পোশাক সাশ্রয়ী মূল্যে পেতে ঘুরে আসতে পারেন ইউডু’র যমুনা ফিউচার পাক এবং মিরপুর শপিং সেন্টারসহ রাজধানীর বাইরে বগুড়া, সাভার, টাংগাইল, খুলনা, ময়মনসিংহ এবং জয়পাড়ার শাখায়।


বাংলাদেশ সময় ১৮৫১ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
বিএটি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।