ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

বায়ুদূষণে শিশুর মস্তিষ্ক বিকল!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
বায়ুদূষণে শিশুর মস্তিষ্ক বিকল! জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

শহরে অতিরিক্ত বায়ুদূষণে আলঝাইমার ও পারকিনসনের মতো মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ফলে নানা অসুস্থতা নিয়েই বেড়ে উঠছে আমাদের ভবিষ্যত প্রজন্ম।  

সম্প্রতি এমনই ভয়াবহ তথ্য উঠে এসেছে আমেরিকার শীর্ষস্থানীয় মন্টানা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়।

প্রধান গবেষক ড. লিলিয়ান ক্যালডেরন প্রতিবেদনে জানিয়েছেন, বাতাসের ক্ষতিকর পদার্থ শিশুর মস্তিষ্কের সক্ষমতা নষ্ট করে।

 

শহুরে শিশুদের বাতাসে মিশে থাকা ক্ষতিকর উপাদান নিঃশ্বাসের সঙ্গে শরীরের ভেতরে গেলে যে সমস্যাগুলো হতে পারে: 
•    শ্বাস-প্রশ্বাসে সমস্যা, 
•    হজমের জটিলতাসহ 
•    মস্তিষ্কে রক্ত চলাচলে সমস্যায় দেখা দিতে পারে।  

জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

এছাড়াও শিশুদের মধ্যে স্মরণশক্তি কমে যাওয়া, কথা বলতে সমস্যা, মনোযোগে ঘাটতি, শরীরে কাঁপুনি, হাঁটতেও  সমস্যা হয়।  

বায়ুদূষণের ফলে এই সমস্যাগুলো শিশুদের শরীরে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব ফেলছে বলে জানাচ্ছেন গবেষকেরা।  


বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এমএসএ/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।