ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

বয়স লুকায় ১০ বছর!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৫, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
বয়স লুকায় ১০ বছর! ভাতের ফেস মাস্কে

ত্বকে বলিরেখা দূর করতে বাজার ভরে আছে নানা রকম অ্যান্টি এজিং পণ্য ও চিকিৎসায়। কিন্তু এবার বাড়িতে বসেই বুড়িয়ে যাওয়ার দুশ্চিন্তাকে বাই বাই বলে দিন। কারণ শুধুমাত্র ভাতের ফেস মাস্কেই বয়সের ছাপ অন্তত ১০বছর কমিয়ে আনা সম্ভব। 

কয়েক’শ বছর ধরে জাপানি নারীরা এই ফেস মাস্ক ব্যবহার করে আসছেন।  

ভাত তো প্রতিদিনই খান, এবার ত্বকে মাখুন।

সঙ্গে যোগ করুন মধু ও গরম দুধ।  

ভাতের ফেস মাস্কেই

ভাতের ফেস মাস্কেই

পরিমাণ

দুই টেবিল চামচ দুধ (গরম)
তিন টেবিল চামচ ভাত ( সাধারণ চালের)
এক টেবিল চামচ মধু 

যা করতে হবে

•    একটি বাটিতে দুধ, ভাত ও মধু একসঙ্গে মেশান
•    চামচ দিয়ে ভালো করে নাড়ুন
•    মিশ্রণটি  মুখে লাগিয়ে অপেক্ষা করুন মাত্র ১৫ মিনিট
•    এবার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এভাবে সপ্তাহে একদিন ব্যবহার করুন। এ তিনটি প্রাকৃতিক উপাদান একসঙ্গে ব্যবহারে বুড়িয়ে যাওয়া ত্বকে ফিরে আসবে তারুণ্য।  

যেভাবে কাজ করে

দুধ ত্বক নরম ও মসৃণ রাখতে সাহায্য করে। মধু শুষ্কতা দূর করে ত্বকের আর্দ্রতা ঠিক রাখে। আর ভাতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বকের বলিরেখা দূর করতে অত্যন্ত কার্‍যকর।  

বাংলাদেশ সময় ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এমএসএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।