ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নারীত্বের উদযাপনে রঙ বাংলাদেশ 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
নারীত্বের উদযাপনে রঙ বাংলাদেশ  নারীত্বের উদযাপনে রঙ বাংলাদেশ 

নারী প্রকৃত পক্ষে পৃথিবীর মূল স্থপতি। তাদের ছায়ায়, মায়ায়, সৃজনে, সৌন্দর্যে পৃথিবী লালিত্যময়, বাসযোগ্য। নারীত্বের এই উদযাপনই ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হবেআন্তর্জাতিক নারী দিবস। 

রঙ বাংলাদেশও নারীর প্রতি শ্রদ্ধা জানাতে চায় তাদের সৃজনে, তাদের আয়োজনে। স্মরণ করতে চায় নারীর অবদান বিনম্র শ্রদ্ধায়।

সেজন্য এই দিবস উপলক্ষে দু’দিন (৭,৮ মার্চ-২০১৮) রঙ বাংলাদেশ-এর দেশিদশ ছাড়া প্রতিটি আউটলেট ও অনলাইনে থাকছে ১০শতাংশ ছাড়

রঙ বাংলাদেশ –এর প্রতিটি আউটলেটে নারীর নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ-ওড়না, ফতুয়া, কুর্তি, গহনা, মগ, উপহার সামগ্রী।  


শাড়ি -১,৫৭০-২,৪৯০, থ্রিপিস-২,০০০-৩,০০০, সিঙ্গেল কামিজ- ১,৫০০-২,০০০, আনষ্টিচ-২,০০০-২,৫০০, সিঙ্গেল ওড়না-৫৫০-৬০০, মগ ২৮০-৩৫০টাকা,শোপিস ২৫০-৯৫০ টাকায় পেয়ে যাবেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।