ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আজ সারাদিন: ঢাকা ও চট্টগ্রাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১

ঢাকা:

আলিয়ঁস ফ্রঁসেজে ইউএনএফপিএ বাংলাদেশ আয়োজন করেছে নায়েমুজ্জামান প্রিন্সের একক আলোকচিত্র প্রদর্শনী `বাংলাদেশ ইন অ্যা ওয়ার্ল্ড অব সেভেন বিলিয়ন`। চলবে ৩ নভেম্বর পর্যন্ত।

এ প্রদর্শনী আলিয়ঁস ফ্রঁসেজের দুটি গ্যালারিতেই স্থান পাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

ধানমন্ডির ১৫ নম্বর সড়কের দৃক গ্যালারিতে চলছে রঘুনাথ চক্রবর্তীর লোকচিত্র প্রদর্শনী। `শ্রদ্ধা` শীর্ষক এই প্রদর্শনী চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।   প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা।

চট্টগ্রাম:

ক্ষুদে গানরাজ মহাউৎসব: তৃতীয় মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ মহাউৎসব সন্ধ্যে ৭ টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে। চূড়ান্ত পর্বে অংশ নেবে খাগড়াছড়ির পায়েল ত্রিপুরা আইশ্রী, কুষ্টিয়ার মাসুদ রানা মুন্না, নীলফামারীর রাকিব রায়হান রাফি, নোয়াখালীর সাজেদুল হাসান রাহিন, হবিগঞ্জের প্রিয়াংকা চৌধুরী লীনা ও নেত্রকোনার মৌমিতা দাশ। অনুষ্ঠানটি (গ্যালারি) সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ: নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘জ্বালাও আলো আপন আলো’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান সন্ধ্যে সাড়ে ৬ টায়।

কাওয়ালি গানের আসর: লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ি দরবারের মাওলানা এনায়েত উল্লাহ চিশতির ওরস উপলক্ষে সন্ধ্যায় কাওয়ালি গানের আসরে গাইবেন সৈয়দ আমিনুল ইসলাম কাওয়াল।

ওয়াসা ও ডিএসকে: চট্টগ্রাম ওয়াসা ও দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) মধ্যে স্মারক সই অনুষ্ঠান বিকেল ৩ টায় ওয়াসার সম্মেলন কক্ষে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।