ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আমেই মেলে সুন্দর চুল 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
আমেই মেলে সুন্দর চুল  আমেই মেলে সুন্দর চুল 

আম খেতে পছন্দ করেননা, এমন কাউকে খুঁজে পাওয়া যাবেনা। প্রিয় ফল আম স্বাদ ও পুষ্টিগুণে সবার মন জয় করে রেখেছে। শুধু খেতেই ভাল, তাই নয়। আমের রস ব্যবহারে চুলের নিস্তেজভাব দূর হয়ে হবে প্রাণবন্ত। 

জেনে নিন আম কীভাবে চুলে ব্যবহার করা যাবে: 

আম-ডিম হেয়ার প্যাক 
পাকা আমের রস আধা কাপ, দুই টেবিল চামচ টক দই ও একটি ডিমের কুসুম মিশিয়ে প্যাক তৈরি করুন।

প্যাকটি মাথার তালু ও পুরো চুলে মেখে ৪৫ মিনিট রাখুন।

এবার শ্যাম্পু করে নিন।  

এই প্যাক ব্যবহারে চুল হবে মসৃণ ও মজবুত। লম্বাও হবে দ্রুত।  

আম-কলা
চুল কি প্রাণহীন-রুক্ষ? দীর্ঘদিনের অযত্ন ও অবহেলায় চুলের যে ড্যামেজ হয়েছে, তা পুষিয়ে নিতে পারেন মাত্র একটি প্যাক মাত্র একবার ব্যবহারেই। এজন্য একটি পাকা আমের রস ও একটি পাকা কলা ম্যাশ করে নিন। সঙ্গে যোগ করুন এ টেবিল চামচ যেকোনো পছন্দের তেল।  

প্যাটি চুলে মেখে একঘণ্টা রাখুন, এবার পছন্দের শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। শুকানোর পর চুলে হাত দিয়ে অনুভব করুন, স্মুথ-সিল্কি-গর্জিয়াস হেয়ার।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এসআইএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।