ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

লাইফস্টাইল

ভোগ লাউঞ্জে নতুন সেবা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৩, জুলাই ১১, ২০১৮
ভোগ লাউঞ্জে নতুন সেবা ভোগ লাউঞ্জে নতুন সেবা

ভোগ লাইফস্টাইল লাউঞ্জ নিয়ে এসেছে ভোগ আয়ুর্বেদ নামে নতুন সেবা। বিশ্ববিখ্যাত এই অর্গানিক হিলিং সেবা দেয়া হবে যমুনা ফিউচার পার্কে। 

সম্প্রতি এই সেবার উদ্বোধন করেন এডভোকেট সালমা ইসলাম, এমপি ও অভিনেত্রী অপু বিশ্বাস।  

ভোগ লাইফস্টাইল লাউঞ্জে নতুন সেবায় যুক্ত হলো শিরোধারা (মেডিকেটেড অয়েল ডিপ ফর হেড),অভিঅঙ্গম (ফুল বডি ম্যাসাজ), রেজুভিনেশন ম্যাসাজ, এলাকিজি (হার্বাল লিভস পোটলি ম্যাসাজ), পিঝিচিল(অয়েল বাথ), উদভাথানাম (ওবেসিটি ট্রিটমেন্ট বডি), কাটি ভাস্তি (ব্যাক পেইন ট্রিটমেন্ট),উর্বশী হৃদয়াবাস্তি (হার্টেও জন্য বিশেষ ট্রিটমেন্ট)।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।