ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

লাইফস্টাইল

চুলায়ও কুকিজ হয়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
চুলায়ও কুকিজ হয় কুকিজ

 বাইরের কেনা খাবারে ভরসা করতে পারেননা, ইচ্ছা করে ঘরেই সব ফ্রেশ খাবার তৈরি করে নিতে? চায়ের সঙ্গে বা যেকোনো আড্ডায়, হলকা ক্ষুধায় প্রতিদিন বেশ কয়েকবার কুকিজ খাওয়া হয়, অতিথি আপ্যায়নেরও সঙ্গী কুকিজ।  

ভালোমানের এক কেজি কুকিজের দাম পড়ে হাজার টাকা। এটা ঘরে করতে পারলে কত-ভালোই না হয়, কিন্তু ঘরে ওভেন নাই।

জেনে নিন, শুধু ওভেনই নয়, চুলায়ও কুকিজ বানানো যায়, স্বাদ এবং দেখতে পুরোপুরি ওভেনের মতোই হবে। তাও খুব সহজে আর কম সময়ে।  

উপকরণ

ময়দা দেড় কাপ, গুঁড়া চিনি আধা কাপ, মাখন আধা কাপ, ডিম ১টি, বেকিং পাউডার ১ চা চামচ, ঠাণ্ডা পানি ৪ টেবিল চামচ, কোকো পাউডার ১ টেবিল চামচ।

 

যেভাবে তৈরি করবেন

মাখন, চিনি একসঙ্গে বিট করে নিন। এবার ডিম দিয়ে আবারও বিট করুন।  সব উপকরণ দিয়ে ডো বানিয়ে ২ ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন।

ফ্রিজ থেকে ময়ান বের করে, চারভাগ করুন। এক ভাগে কোকো পাউডার মেশান।  ছোট ছোট পছন্দের আকারে কুকিজ তৈরি করুন।  

এবার একটি ননস্টিকি প্যান নিন। প্রথমে পাত্রে তেল ব্রাশ করে নিন। পাত্রে বাটার পেপার  দিয়ে ওপরে কুকিজগুলো ছড়িয়ে দিন।  

পাত্রের মুখে ঢাকনা দিয়ে আ‍ঁচ একেবারে কমিয়ে দিন। টিস্যু বা টুথপিক দিয়ে ঢাকনার ফুটোটা বন্ধ করে দিন।  

১৫ থেকে ২০ মিনিট পর ঢাকনা তুলে দেখুন, আপনার কুকিজ তৈরি। কুকিজগুলো ঠাণ্ডা করে এয়ারটাইট পাত্রে রেখে দিন।  

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।