ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সপ্তাহের নতুন পণ্য

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১১
সপ্তাহের নতুন পণ্য

হাজার ব্যস্ততার মধ্যে সংসাসের বাজার করার সময় বের করাই কষ্টকর হয়ে ওঠে। আপনাদের সময় বাচাঁতে জানিয়ে দিচ্ছি
চলতি সপ্তাহে চেইনশপে আসা নতুন পণ্যের তালিকা:

আগোরা
টি মেরী বিস্কুট।


গ্রীন ফিল্ডের বাসমতি চাল প্রতি পাঁচ কেজি ৬৮৫ টাকা, ক্রাউনের পিনাট বাটার ৫১০ গ্রাম ৩০০ টাকা, সাইপ্রিনা অ্যাপল জুস প্রতি লিটার ১৫৫ টাকা, লেঞ্জার্সের রেড গ্রেভ জুস ৬৫০ টাকা, ফ্রুট পাঞ্চবের শ্যাপল জুস প্রতি লিটার ১৭০ টাকা, জাপানের ঐশী গ্রিন টি ১৫০ টাকা, লিপটন আইস টি ১১০ টাকা, বাঁধন টি মেরী বিস্কুট ১৫ টাকা।

মীনা বাজার
মীনা বাজারে সূফী মাস্টার্ড অয়েল প্রতি কেজি ২২৫ টাকা, ভীটী বাসমতি চাল প্রতি পাঁচ কেজি ৮৮৫ টাকা, মিল্কল্যান্ডের ফুলক্রিম মিল্ক পাউডার ২২০ টাকা, নূরের রেডি টি লেমন ৯২৫ গ্রাম ১০৫ টাকা, প্রসপারিটি টমেটো নুডলস ৪৫৪ গ্রাম ১৫০ টাকা, আলফা টমেটো কেচাপ ৩৪০ গ্রাম ৯৯ টাকা, ফ্রেশ টকদই ২৫০ গ্রাম ৩৫ টাকা।

নন্দন
গঙ্কা মেকারনি ২৫০ গ্রাম ৫৫ টাকা, নূরের ভিনেগার ৭৫০ মি.লি. ৫৫ টাকা, ইয়ামী ইয়ামী ওয়েস্টার সস ৩৫০ গ্রাম ৯৫ টাকা, আফতাবের অ্যারোমেটিক কালিজিরা চাল প্রতি কেজি ১০০ টাকা। সূফী মাস্টার্ড অয়েল প্রতি কেজি ২২৫ টাকা।

স্বপ্ন
চেইনশপ স্বপ্নে এ সপ্তাহের নতুন পণ্যের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের কুকিং সেট পাবেন ২৫০০ থেকে ৩৫০০ টাকায়, কেন্টের লেমন ফ্লেভার টি ৩৫০ গ্রাম ২৭০ টাকা, রুচি তেঁতুলের সস ৬০ টাকা ও রেড চিলি সস ৬৫ টাকা, বিডি সাদা সিরকা ৬৫০ গ্রাম ৪৫ টাকা, রিমিয়া সালাদ ড্রেসিং ৩৫০ গ্রাম ১৫৫ টাকা, ডেনিস চকো মেরী বিস্কুট ৪৪ টাকা, ফু-ওয়াং দিয়া সল্ট বিস্কুট ৪০০ গ্রাম ৬০ টাকা, ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।