ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসায় 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসায়  সাওল হার্ট সেন্টারে

রিং না পরিয়ে অপারেশন না করে, লাইফস্টাইল ও খাবারে পরিবর্তন এনে হৃদরোগের চিকিৎসা দিয়ে আসছে সাওল হার্ট সেন্টার। বুধবার ৯ জানুয়ারি বাংলাদেশ ‘সফলতার ১০ বছর’ শ্লোগানে উদযাপন করল তার দশম প্রতিষ্ঠা বার্ষিকী। 

এ উপলক্ষে ঢাকা ও  চট্টগ্রাম শাখায় দিনব্যাপী ফ্রি পরামর্শ দেয় প্রতিষ্ঠানটি।  

ঢাকায় সাওল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাওল বাংলাদেশের প্রতিষ্ঠাতা কবি মোহন রায়হান বলেন, সাওল চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে চালু ও গ্রহণযোগ্য করে তোলা ছিল বিরাট চ্যালেঞ্জ।

আমরা সে চ্যালেঞ্জে বিজয়ী হয়েছি।  

গত ১০ বছরে ৩০ হাজারের বেশি হার্টের রোগীকে বিনা তেলে খাবার, ইয়োগা, ডায়েটের ফ্রি সেমিনার আয়োজন করে, খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে সুস্থ রাখার সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছে সাওল।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।