• সাজের আগে ভালো করে মুখ ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার মেখে নিন
• এবার আঙুল দিয়ে চেপে চেপে প্রাইমার লাগিয়ে নিন
• ব্রণের দাগে ও চোখের চারপাশে কনসিলার দিয়ে মিশিয়ে দিন
• লিকুইড ফাউন্ডেশন লাগিয়ে সেট হওয়ার জন্য তিন মিনিট অপেক্ষা করুন
• ফেস পাউডার মুখের সঙ্গে মিলিয়ে দিন
• হালকা কোনো রঙের ব্লাশন বুলিয়ে নিন
• সব শেষে মেকআপ ফিনিশিং স্প্রে ব্যবহার করুন।
চোখ ও ঠোঁট সাজিয়ে নিন।
ঘরে ফিরে অবশ্যই ভালোভাবে মেকআপ তুলে নেবেন। আর সাজের জন্য ভালো কোম্পানির পণ্য ব্যবহার করুন।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসআইএস