এবার থাকছে ট্রেন্ডি জ্যাকেট, ফরমাল স্যুট, ব্লেজার, ট্রাউজার এবং সোয়েটারের ডিজাইন লাইনআপ। ডিজাইন এবং প্যাটার্নে থাকছে বৈচিত্র্যতা।
ক্যাটস আই এর পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস জানান, ক্যাটস আই এ লাইন প্যাটার্নে গর্জাস সান্ধ্যকালীন শেরওয়ানি তৈরি করেছে, ফিটিংসও থাকছে সমকালীন ট্রেন্ড নির্ভর। কাপড় ভিন্নতার আরামদায়ক ফরমাল ও ক্যাজুয়াল স্যুটও থাকছে শীতের উপযোগী এবং প্রিমিয়াম কোয়ালিটির। শীতের লেয়ারিং ফ্যাশনে দ্যূতি ছড়াবে ক্যাটস আই এর শীত পোশাকগুলো। ”
মূলত, দামে সাশ্রয়ী ও উন্নতমানের কাপড়ে টেইলারিংয়ে বিশেষত্ত্ব নিয়ে ক্যাটস আই শুধুই পুরুষদের জন্য এনেছে এসব প্যাটার্ন বৈচিত্র্যের শীত পোশাক। এছাড়া হোম ডেলিভারি সুবিধাসহ অনলাইন শপিং এর সুবিধাও রেখেছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এসআইএস