ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এবারের ঈদ কেনাকাটাও চলছে অনলাইনে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
এবারের ঈদ কেনাকাটাও চলছে অনলাইনে  কেনাকাটা অনলাইনে

সব সময় ঈদের আগে মাকের্টগুলোতে থাকে উপচে পড়া ভিড়। সেই অবস্থা এখন আর নেই।

করোনার কারণে পাল্টে গেছে সব কিছুই। জীবনের চাহিদা গিয়ে ঠেকেছে যেন খাবার আর ওষুধে।  

তারপরও ক্যালেন্ডারের দিন(চাঁদের হিসেবে) হিসেবে ঈদ উল আজহা চলে এলো। কিন্তু শপিংমলগুলোতে ভিড়ের পরিবর্তে মানুষ অনলাইন থেকেই খুঁজে নিচ্ছে প্রিয় পোশাক। ক্রেতার চাহিদা বুঝে শোরুমের পাশাপাশি দেশ-সেরা ফ্যাশন হাউসগুলোও তাদের পশরা সাজিয়েছে অনলাইন প্লাটফর্মেই।  

দেশীয় ফ্যাশন উদ্যোক্তাদের সংগঠন ফ্যাশন অ্যান্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- এফইএবি'র অনলাইন পোশাক মেলায় জনপ্রিয় সব দেশি ব্র্যান্ড অংশ নিয়েছে।  

ঈদুল আজহা উপলক্ষে ভার্চুয়াল এই পোশাকের মেলা ৩০ জুলাই পর্যন্ত চলবে। এখানে কেনাকাটা করলে ক্রেতাদের জন্য আকর্ষণীয় সব অফার থাকছে বলে জানিয়েছেন এই আয়োজনের আহ্বায়ক রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস। রয়েছে সব পণ্যের ওপর ১৫ শতাংশ মূল্যছাড় এবং ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাও।  

দেশি দশের প্রতিষ্ঠানগুলোর ফেসবুক পেজে গেলেই বিস্তারিত জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।