ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

৩০ বার ধোয়ার পরেও করোনা ঠেকাবে মাস্ক!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
৩০ বার ধোয়ার পরেও করোনা ঠেকাবে মাস্ক! করোনা ঠেকাবে মাস্ক!

করোনায় সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে আমাদের জীবনযাপনে। খুব প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছি না বললেই চলে।

আগের মতো, শপিং, আড্ডা বা ঘুরতে যাওয়া প্রায় বন্ধ। তারপরও করোনা আতঙ্ক জয় করতে চলছে নানা চেষ্টা।  

এই যেমন, করোনা ঠেকাতে বিশ্বজুড়ে ছেলেদের পোশাকের জনপ্রিয় ব্র্যান্ড পিটার ইংল্যান্ড নিয়ে এসেছে ‘অ্যান্টিভাইরাল’ কালেকশন ৷ 
মহামারি করোনা ভাইরাসহ সব ধরনের ব্যাকটেরিয়া থেকে রক্ষা পেতেই সাহায্য করবে এই পোশাক ও মাস্ক। আর এজন্য পিটার ইংল্যান্ড যৌথভাবে কাজ করছে সুইজারল্যান্ডের সংস্থা HeiQ-এর সঙ্গে।  

ভাইরাস প্রতিহত করতে বিশেষ ভাইরোব্লক ফ্যাব্রিকের সুনাম রয়েছে ৷ ফর্মাল, পার্টি ওয়্যার-সহ সব ধরনের পোশাক ও মাস্ক তৈরি হচ্ছে অ্যান্টিভাইরাল প্রযুক্তির মাধ্যমে ভাইরোব্লক কাপড় দিয়ে।  

প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, অন্তত ২০ বার ধোয়া পর্যন্ত এই কাপড়ে তৈরি পোশাক অনায়াসেই পরা সম্ভব ৷ পাশাপাশি মাস্কগুলো ৩০ বার পর্যন্ত ধুয়ে ব্যবহার করা যাবে ৷ এই মাস্ক ৯৯ শতাংশের বেশি জীবাণু রুখতে সক্ষম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।  

বিভিন্ন অনলাইনে পিটার ইংল্যান্ডের ফ্যাশনেবল করোনা ঠেকানোর মাস্ক পাওয়া যাচ্ছে।  
 
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।