ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

করোনাকালে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
করোনাকালে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে!

দাঁতের অপরিষ্কার ও অপরিচ্ছন্ন অবস্থা এবং মাড়ি দিয়ে রক্ত পড়ায় রক্তপ্রবাহে ৭০০ বেশি বিভিন্ন জীবাণু প্রবেশ করে।  
সম্প্রতি সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় ৩৯টি দেশের দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়েছে এমন কয়েক হাজার মানুষের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে এদের বিভিন্ন ভাইরাসজনিত সংক্রিমিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।

 

আর এজন্যই মহামারি করোনা আসার পর থেকেই দাঁতের যত্নের বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে বলছেন বিশেষজ্ঞরা। যাদের দাঁত দিয়ে রক্ত পড়ে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরেই যা করতে পারেন: 

•    মুখের ভেতর ও মাড়িকে জীবাণুমুক্ত-পরিষ্কার রাখতে হবে 
•    রক্ত দ্রুত বন্ধ করতে গ্রিন টি দিয়ে কিছুক্ষণ কুলি করুন
•    হালকা গরম পানির সঙ্গে সামান্য লবণ মিশিয়ে দিনে তিন-চার বার কুলি করুন
•    লবঙ্গ মাড়ির রক্তক্ষরণ বন্ধের সঙ্গে সঙ্গে মুখের দুর্গন্ধ কাটাতেও সাহায্য করে
•    দুটি লবঙ্গ মুখে রাখুন
•    অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল বলে ক্ষত স্থানে মধু লাগিয়ে রাখলে রক্ত পড়া বন্ধ হবে 
•    বেকিং সোডা গরম পানিতে মিশিয়ে পেস্ট করে দাঁত মাজুন
•    রক্তক্ষরণ বন্ধ করতে ঠান্ডা পানিতে তুলা ভিজিয়ে ক্ষত জায়গাটায় চেপে ধরুন 

•    লেবুর রস ও লবণ মিশিয়ে দাঁত পরিষ্কার করে ৫ মিনিট রেখে দিন। এরপর কুলি করে মুখ ধুয়ে ফেলুন।


 
ঘরোয়া এসব যত্নেই মাড়ির সমস্যার সমাধান হয়ে যাবে। যদি রক্ত পড়া না কমে বা বেশি ব্যথা হয়, মাড়ি ফুলে যায়, তবে অবহেলা না করে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিন।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।