ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

জেন্টল পার্কে বর্ষপূর্তিতে মূল্যছাড়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
জেন্টল পার্কে বর্ষপূর্তিতে মূল্যছাড়

করোনায় বদলেছে জীবনধারা। সীমিত হয়েছে কেনাকাটার ধরণও।

দীর্ঘদিন ঘরবন্দী বা স্বাস্থ্যবিধি মেনে সীমিত চলাফেরার প্রভাব পড়েছে কেনাকাটায়ও।  

পাল্টে ফেলা স্টাইল স্টেটমেন্টে দ্যূতি ছড়াতে জেন্টল পার্ক শিশু থেকে তরুণ বিশেষ করে ফরমাল ও ক্যাজুয়াল রেডি টু ওয়ারে তাই এনেছে নতুনত্ব। ক্রেতাদের কেনাকাটায় দিচ্ছে সাশ্রয়ী সমাধান। প্রতিষ্ঠানটির ১৪ বছর পূর্তিতে এ সময়ের ফ্যাশন পণ্যে দু’টি কিনলে একটি মিলছে বিনামূল্যে। শিশুদের পলো, শার্ট, বড়দের ডেনিম, শার্ট ও পলো শার্টে মিলবে এই মূল্যছাড় সুবিধা।   
জেন্টল পার্কের চিফ ডিজাইনার ও চেয়ারম্যান শাহাদৎ চৌধুরী বাবু জানান, ‘দক্ষতার সঙ্গে নির্বাচিত রঙের শেড, প্যাটার্ন এবং ফ্যাব্রিকের টেক্সচারে পোশাকে নতুনত্ব আনা হয়েছে এবার ‘।  
১৯ সেপ্টেম্বর ১৪ বছরে পা দিচ্ছে জেন্টল পার্ক। সারাদেশে ৩৮ টি শোরুমের মাধ্যমে সেপ্টেম্বর মাস-জুড়ে বিশেষ অফারে পোশাকসহ ফ্যাশন অনুসঙ্গ কেনাকাটা করতে পারবেন ক্রেতারা।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।